-নুর তাহেদ রিহান
দিগন্তের ওপারে !
যেতে হবে তোমারে।
ক্ষনিকের মোহে ,জড়িয়েছো আপনে।
তাইতো হয়েছো ,
অন্ধ পথের পথিক তুমি।
তৃষ্ণার্ত ছলনায় ,হারিয়েছো তোমায়!
মিছে এই ভুবনের ,অচেনা মায়ায়।
মঙ্গল-সিন্ধু সাক্ষী, সাক্ষী !সেই ফিরাউনের দল।
তোমার এই দাপটের প্রদীপ নিভে যাবেই একদিন।
তাই বলি ,পথিক তুমি গন্তব্যহীন কেন?
মনের সুখে করো বিচরণ,
সেই আলোকিত পথে।
যেথায় মিলিবে, তোমার ক্ষুধার সান্নিধ্য!
তখনই পাইবে তোমার অস্তিত্বের যোগান।
পরিশেষে শুনে নাও একবার।
“এই ভুবন নহে তোমার জন্য
তুমিই এই ভুবনের জন্য”।
Facebook Comments Box