শতাব্দী থেকে শতাব্দী

শতাব্দী থেকে শতাব্দী - ইমরান খান রাজ

0
438
শতাব্দী থেকে শতাব্দী ইমরান খান রাজ
শতাব্দী থেকে শতাব্দী ইমরান খান রাজ

-ইমরান খান রাজ

সবুজ ঘাসের উপর যেমনি ভাবে,
জড়িয়ে থাকে ফোটা ফোটা শিশির।
আকাশচুম্বী বৃক্ষের বুকে যেভাবে,
জড়িয়ে থাকে নরম লতাপাতা।
সমুদ্রের গভীরে মাছগুলো যেভাবে,
সুরক্ষিত থাকে শতাব্দী থেকে শতাব্দী
পাখিরা যেভাবে ঘুরে বেড়ায়
এক ফুল থেকে আরেক ফুল
ঠিক সেভাবে আমিও আগলে রাখবো
অন্তরের গহীন ঘরে তোমায় ভালোবেসে।

Facebook Comments Box
Previous articleউদ্দেশ্য
Next articleলিখুন ‘প্রতিধ্বনি’-তে
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here