প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন। প্রতিধ্বনি অনলাইন ম্যাগাজিনে যেকোনো সময় লেখা প্রকাশিত হতে পারে।
আপনি এখানে লেখা পাঠাতে পারেন-
-কবিতা
-ছড়া
-গল্প
-উপন্যাস
-ফিচার
-প্রবন্ধ
-নিবন্ধ
এছাড়া শিক্ষা, দর্শন, রাজনীতি, ধর্ম, সমাজ, পরিবার, ব্যক্তি জীবন, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য, ব্যক্তিত্ব, ভ্রমণ কাহিনি সহ নানান বিষয়ে লেখা পাঠাতে পারেন।
লেখা পাঠাবেন যেখানে-
নিচের ইমেইল ঠিকানায় লেখার শিরোনাম সহ লেখা পাঠাবেন।লেখা টাইপ করে অথবা ওয়ার্ড ফাইলে পাঠাতে পারেন।
[email protected]
লেখার শেষে অথবা লেখার শিরোনামের পর আপনার নাম,ঠিকানা লিখতে হবে। সঠিক মেইলে লেখা পাঠালে প্রতিধ্বনি হতে লেখা প্রাপ্তির মেইল যাবে এবং লেখা প্রকাশিত হলে মেইলে জানিয়ে দেওয়া হবে।