-মজনু মিয়া
একটা পাখি ওড়ে নিত্য
বিজয় পেয়ে সুখে,
একটা নদী ছুটে নিত্য
বিজয়ের সুখ বুকে।
একটা শিশু খেলা করে
মুক্ত পরিবেশে,
বৃদ্ধ বাবা মায়ে খুশি
ওঠে বিজয় হেসে।
একজন নারী চলছে একা
বাঁধাহীন পথ তার,
খোলা গলায় বলছে কথা
এটাই ছিল দরকার।
মির্জাপুর,টাংগাইল।
Facebook Comments Box