মুহাম্মদ শাফায়াত হুসাইন
দুখে নয় সুখে থাকে কপটের ছলে
বিপদে রবে না সাথে জরুরি সময়ে
স্বার্থ সিদ্ধির জন্যেই আসে বন্ধু হয়ে
সম্মুখে গুণ কীর্তন,মিষ্ট কথা বলে।
পেছনে ক্ষতি সাধনে,রয় শত্রু দলে
মনে স্নেহ ভালোবাসা সবি লুফে নিয়ে
বন্ধুত্বে হবে বিদায় শূন্য পাত্র দিয়ে
ঘোর প্রতিকূলতায় সখ্য যাবে জলে।
কেউ হতে চাও যদি স্বার্থক জীবনে
বহু কষ্ট বের করো ভণ্ড বন্ধু খুঁজে
দ্রুত ত্যাগ করো তারে সখ্য করো বুজে
এসে ঘেঁষে থাকে ঠাঁই দিও না গো মনে।
বিপদে ত্যাগ করে যে মিত্র পশুতুল্য
প্রকাশ্য শত্রু যে, তার চেয়ে বহুমূল্য।