প্রতিধ্বনি-বইয়ের কথা বলি
অমর একুশে বুক রিভিউ প্রতিযোগিতা
প্রতি বছরের ন্যয় এইবছরও শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।ফেব্রুয়ারী একমাস বই উৎসবে মাতবে বইপ্রেমীরা।আর এই বইপ্রেমীদের জন্য আমাদের এবারের আয়োজন বুক রিভিউ প্রতিযোগিতা “বইয়ের কথা বলি।” সচরাচর বুক রিভিউ হয় লেখার মাধ্যমে।তবে এই বুক রিভিউটি হবে ভিডিও আকারে।যেখানে একজন পাঠক একটি বই সম্পর্কে জানাবেন,রিভিউ দিবেন,পাঠ প্রতিক্রিয়া জানাবেন।
“বইয়ের কথা বলি” এই ইভেন্টের নিয়মাবলী:
- একটি ভিডিওতে বই সম্পর্কে রিভিউ দিতে হবে রিভিউদাতাকে।পোস্ট করে,হাতে লিখে,ছবি তুলে রিভিউ পাঠানো যাবে না।
- ভিডিও করে গুগল ড্রাইভে আপলোড দিয়ে পাঠাতে হবে প্রতিধ্বনির মেইলে অথবা সরাসরি পাঠানো যাবে।
- ভিডিও সাবমিট করার মেইল ঠিকানা এবং প্রতিধ্বনির মেইল ঠিকানা: [email protected]
- মেইলের সাবজেক্টে লিখতে হবে: প্রতিধ্বনি-বইয়ের কথা বলি
- ভিডিওর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।রিভিউদাতা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও পাঠানো যাবে।
- ভিডিও সাবমিট করার সময়সীমা: ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
- প্রতিযোগী ভিডিও সাবমিট করার পর সেটি প্রতিধ্বনির ফেসবুক পেজে আপলোড করা হবে এবং প্রতিযোগীকে নিজের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করতে হবে।
- একজন প্রতিযোগী চাইলে একাধিক বইয়ের ভিডিও রিভিউ পাঠাতে পারবেন।
- ভিডিওতে লাইক কমেন্ট প্রতিযোগীতার অন্যতম মানদণ্ড হিসেবে কাজ করবে এবং বিচারকদের বিচারে সেরা তিনটি রিভিউ বাছাই করা হবে।
*বিচারকদের নাম্বার এবং লাইক কমেন্টের ভিত্তিতে সেরা তিন রিভিউদাতাকে বিজয়ী ঘোষণা করা হবে।
পুরস্কার:
সেরা তিন রিভিউদাতাকে প্রতিধ্বনির পক্ষ হতে পুরস্কৃত করা হবে।
তাই আর দেরি কেন আপনার পছন্দের বই সম্পর্কে আলোচনা,রিভিউ,পাঠ প্রতিক্রিয়া ভিডিও করে পাঠিয়ে দিন প্রতিধ্বনিতে।
প্রতিধ্বনির ফেসবুক পেজ:
https://www.facebook.com/protiddhoniibd
প্রতিধ্বনির আলোচনায় যুক্ত থাকুন: https://www.facebook.com/groups/1003807934051378/
ফেসবুক ইভেন্ট:https://fb.me/e/3tlwkOjRx