9.5 C
New York
Sunday, May 5, 2024
spot_img

বইমেলায় শফিক হাসানের ২ বই

বইমেলায় শফিক হাসানের ২ বই

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে শফিক হাসানের ২টি বই।
শিশুতোষ গল্পগ্রন্থ ‘নতুন জামার আনন্দ’। প্রকাশক : কিডজ কারাভান।
প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। বইটি পাওয়া যাচ্ছে ৬২৫
নম্বর স্টলে (শিশু চত্বর)। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
অন্য বইটির নাম ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’। এটি রম্যগল্প গ্রন্থ। প্রকাশক
: পুন্ড্র প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন জনপ্রিয় শিল্পী আহসান হাবীব।
বইমেলায় পাওয়া যাচ্ছে ১৪১ নম্বর স্টলে। মুদ্রিত মূল্য ২৮০ টাকা। দুটি বই-ই
বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ কমিশন বাদ দিয়ে আরও কমে
কিনতে পাওয়া যাবে।
‘নতুন জামার আনন্দ’ বইয়ে রয়েছে ৩টি গল্প। শিশু মনস্তত্তে¡ যেন
ইতিবাচক রেখাপাত করে, এসব বিষয় সচেতনভাবে মাথায় রেখেই গল্পগুলো
লেখা হয়েছে। ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’ ছোট-বড় সব শ্রেণির পাঠকের
বই। সমকালীন নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, উল্টোপথের হাঁটার
অপসংস্কৃতির মতো বিষয়গুলো ব্যঙ্গ-বিদ্রƒপের মাধ্যমে তুলে ধরা হয়েছে
বইয়ে স্থান পাওয়া ২০টি রম্যগল্পে।
লেখক শফিক হাসান বলেন, আপাতত এই ২ বই মেলায় এসেছে। আরও দুই-
তিনটি বই জমা আছে প্রকাশকের দপ্তরে। সেসব বই মেলায় আনা বা না-
আনার প্রকাশকদের সিদ্ধান্ত। অনেক প্রকাশকের জন্যই যেহেতু প্রকাশনা
লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারেনি এখনো, তাই সিদ্ধান্ত নিতে তাদের
ভাবতে হচ্ছে বারবার। এড়াতে চাচ্ছেন আর্থিক ঝুঁকি। তবে নতুন আর
কোনো বই প্রকাশিত না হলেও সেসব নিয়ে চিন্তাগ্রস্ত নন বলে জানান
শফিক হাসান।
অমর একুশে বইমেলার ইতিবাচক দিক উল্লেখ করে লেখক আরও বলেন, বইমেলা
আমাদের প্রাণের উৎসব। এই উপলক্ষে বই প্রকাশিত হলে নিঃসন্দেহে ভালো
লাগে। মেলার মাঠে হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় বন্ধু-শুভানুধ্যায়ীসহ
বরেণ্য লেখকদের সঙ্গেও। অগ্রজ-অনুজ মিলে সর্বজনীন এক মিলনমেলা এটি।
এসব নিঃসন্দেহে পরম ভালোলাগার বিষয়।
প্রসঙ্গত, নতুন ২ বইসহ শফিক হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি।
অন্য কয়েকটি বই পাওয়া যাচ্ছে বইমেলার অনুপ্রাণন প্রকাশন, মুক্তদেশ,
সাহিত্যদেশ, আনন, টাঙ্গন, দেশ পাবলিকেশন্স, শুদ্ধপ্রকাশ, চন্দ্রবিন্দু,
ছোটদের সময় (শিশু চত্বর) স্টলে।

বই পরিচিতি
০১.
বইয়ের নাম : নতুন জামার আনন্দ
ধরন : শিশুতোষ গল্পগ্রন্থ।
প্রকাশক : কিডজ কারাভান।
প্রচ্ছদ ও অলংকরণ : শাহীনুর আলম শাহীন।
বইমেলায় প্রাপ্তিস্থান : স্টল নম্বর ৬২৫ (শিশু চত্বর)।
মূল্য : ২৫০ টাকা।
০২.
বইয়ের নাম : ইট ছুড়লে পাটকেল ফ্রি।
ধরন : রম্যগল্প গ্রন্থ।
প্রকাশক : পুন্ড্র প্রকাশন।
প্রচ্ছদ ও অলংকরণ : আহসান হাবীব।
বইমেলায় প্রাপ্তিস্থান : স্টল নম্বর ১৪১।
মূল্য : ২৮০ টাকা।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট