ইমরান খান রাজ
সকাল হলে পাখিরা গায় গান
সূর্যি মামার ভাঙে অভিমান।
সকাল হলে মোরগ ডাকে জোরে,
সিঁধ কেটে পালায় তখন চোরে !
সকাল হলে কৃষক ছোটে মাঠে
মাছ কিনতে সবাই ছুটে হাটে।
সকাল হলে রান্না বসায় মা,
দৌড়ে খোকন পেরোয় সীমানা।
সকাল হলে ফোটে গোলাপ ফুল,
পরিবেশ থাকে সবার অনুকূল।
সকাল হলে নতুন সপ্ন দেখি,
নতুন দিনের, নতুন কল্প লেখি।
Facebook Comments Box