এলিয়েন খাবে পান্তাভাত: তারিকুল আমিনের নতুন বই

0
672

“এলিয়েন খাবে পান্তাভাত”
তারিকুল আমিন

এই বইটি পাওয়া যাচ্ছে ৭১২ নম্বর স্টলে শিশু চত্বরে ছোটদের সময় প্রকাশনীতে এবং ১১২ নম্বর নব ভাবনা স্টলে ।

‘রাজা খাবে পান্তা ভাত
রাজ্যসুদ্ধ সবাই কাত’

রাজারা আবার কবে থেকে
পান্তা ভাত খাওয়া শুরু করল…?

তাহলে ছোট্ট বন্ধুরা, এখন কি করতে হবে ? চলে আসতে হবে বইমেলায় এবং সংগ্রহ করতে হবে এই বইটি । এটা জানতে হলে সংগ্রহ করতে হবে শিশুসাহিত‍্যিক তারিকুল আমিনের বই “এলিয়েন খাবে পান্তাভাত “

“এলিয়েন খাবে পান্তাভাত”
তারিকুল আমিন
প্রথম প্রকাশ : ২০২৪ সালে।

স্টল: ৭১২ নম্বর,ছোটদের সময় প্রকাশনী
প্রচ্ছদ : পার্বতী ঘোষ।
মূল‍্য : ১৫০ টাকা মাত্র।

আপনার শিশুকে বই পড়ান, বই কিনে দিন, বইয়ের শহরে ঘুরিয়ে আনুন।

Previous articleকর্ণফুলীর নামকরণের কাহিনী
Next articleহিমেল হাওয়া
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here