ওলি মুন্সী
তোমায় কিছু বলবো বলে
বুকের ভেতর ছলাৎ ছলাৎ ঢেউ
দেখলে তোমায় আপন লাগে
অথচ নও আমার আপন কেউ।
তোমার শুনলে কথা মধুর লাগে
না দেখিলে লাগে কেমন বিষ
ভাবলে তোমায় হৃদয় খুঁড়ে
যেমনে মাটি খুঁড়ে চাষার ঈষ।
ফলের ভেতর গোপন থাকে
ইচ্ছে আমার ভাবতে পারো বিচ
তোমার সাথে চলার ইচ্ছে
দিনে দিনে বাড়ছে আমার রিচ।
গোপন আমার ইচ্ছে গুলো
বলতে গেলে লাগে কেমন ভয়
ডানা মেলে পাখির মতো
উড়ার ইচ্ছে তোমার কিগো হয়।
Facebook Comments Box