তমসুর হোসেন
একদিন এসো
যখন পলাশের শাখা লাল হয়ে যাবে ফুলে ফুলে
নতুন পাতায় নাচবে সকালের রোদ
মেঘের জানালায় চোখ রেখে তাকাবে গাঢ় নীলাকাশ
হিজলের বনে শুকনো পল্লবে নাড়া দিয়ে যাবে উদাসী পবন
কাউকে না বলে চুপ করে চলে এসো তুমি
পাখি হয়ে দুজনে মেলব চঞ্চল ডানা ।
একদিন এসো সুজামের মোড়ে চা খেয়ে গরম পিয়াজু ব্যাগে নিয়ে
বেড়াতে যাব পলাশবাড়ি, টাপুরচর, ভেরভেরী, দাসের হাট।
সুভারকুটি পেছনে রেখে
বালুচরে রোদে ঘেমে স্বচ্ছ জলে পা ডুবিয়ে
ধরলা সেতু পার হয়ে যাব কুরিয়ার হাট, সুলকুর বাজার
তারপর সন্ধ্যার মৃদু আলো গায়ে মেখে
বিভক্ত পথের মতো ফিরে যাব যে যার ঘরে ।
একদিন এসো আর একদিন
বিষণ্ন হৃদয়ের অভিন্ন কথকতায় মাতব সেদিন
না হয় ঘরে আর ফিরব না যেদিকে চোখ যায়
অজানা পথে যাব হাত ধরে ঠিকানাবিহীন
বাঁধব নীড় শীতল বৃক্ষের ছায়ায়
অসংখ্য মানুষের ভীড়ে খুঁজব হারাবার ঠাঁই।