একদিন এসো যখন পলাশের শাখা

0
403

তমসুর হোসেন


একদিন এসো
যখন পলাশের শাখা লাল হয়ে যাবে ফুলে ফুলে
নতুন পাতায় নাচবে সকালের রোদ
মেঘের জানালায় চোখ রেখে তাকাবে গাঢ় নীলাকাশ
হিজলের বনে শুকনো পল্লবে নাড়া দিয়ে যাবে উদাসী পবন
কাউকে না বলে চুপ করে চলে এসো তুমি
পাখি হয়ে দুজনে মেলব চঞ্চল ডানা ।
একদিন এসো সুজামের মোড়ে চা খেয়ে গরম পিয়াজু ব্যাগে নিয়ে
বেড়াতে যাব পলাশবাড়ি, টাপুরচর, ভেরভেরী, দাসের হাট।
সুভারকুটি পেছনে রেখে
বালুচরে রোদে ঘেমে স্বচ্ছ জলে পা ডুবিয়ে
ধরলা সেতু পার হয়ে যাব কুরিয়ার হাট, সুলকুর বাজার
তারপর সন্ধ্যার মৃদু আলো গায়ে মেখে
বিভক্ত পথের মতো ফিরে যাব যে যার ঘরে ।
একদিন এসো আর একদিন
বিষণ্ন হৃদয়ের অভিন্ন কথকতায় মাতব সেদিন
না হয় ঘরে আর ফিরব না যেদিকে চোখ যায়
অজানা পথে যাব হাত ধরে ঠিকানাবিহীন
বাঁধব নীড় শীতল বৃক্ষের ছায়ায়
অসংখ্য মানুষের ভীড়ে খুঁজব হারাবার ঠাঁই।

Previous articleভেড়ামারা নামকরণের গল্প
Next articleখরগোশের দ্বীপ ওকুনোশিমা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here