লেখকঃ মশিউর রহমান
——-
আমি এমন কি করেছি যে
পৃথিবী আমায় মনে রাখবে,
আমি হতে পারিনি শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
যার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিল গোটা তিব্বত
এজন্য তিব্বতবাসীর কাছে আমি অজ্ঞাত থাকবো অনাদিকাল
আমি বানাতে পারিনি তক্ষশীলা কিংবা নালন্দার মত কালোত্তীর্ণ প্রতিষ্ঠান
ফলশ্রুতিতে কেউই আমায় মনে রাখবেনা
আমি পারিনি বারমুডা ট্রায়াঙ্গেল কিংবা মোনালিসার হাসির রহস্য
উদঘাটন করতে
ব্যর্থতা,হতাশা ও নৈরাশ্য জড়িয়ে রয়েছে আমার
জীবনের পরতে পরতে।
আমি বাজাতে পারিনি নজরুলের মত
বিদ্রোহের রণডঙ্কা
আমি জগৎবাসীকে দিতে পারিনি রুমীর মসনবী
কিংবা মিল্টনের প্যারাডাইজ লস্ট।
আমি হতে পারিনি আলেক্সান্ডার,নেপোলিয়ন
কিংবা রুস্তমের মত দিকবিজয়ী বীর
আমি বানাতে পারিনি মহান অশোকের মত ঘর্মক্লান্ত,শ্রান্ত
পথিকের জন্য ছায়া শীতল নীড়।
আমি হতে পারিনি মহামতি সক্রেটিস,প্লেটো
ও খালদুনের মত জ্ঞান তাপস
প্রচলিত সমাজ সংসারে ভরিু,কাপুরুষ ও নপুংসকের মত করেছি
মিথ্যা ও অন্যায়ের সাথে আপস।
আমি হতে পারিনি সুরসম্রাট তানসেন কিংবা
অন্ধ বিটোফেনের মতো সুরের কালজয়ী অমর কারিগর।
আমি হয়েছি দেবতার অভিশাপে পথভ্রষ্টা
আমি পারিনি হতে কবি,ভাবুক শিল্পী কিংবা সমর নায়ক
আমি হয়েছি নারীর হিয়া জয়ে অপারগ
আমি পারিনি কথার মালা গাথতে
ব্যর্থ হয়েছি দিতে আমার দুঃখিনী বণর্মালাকে প্রাণ
এভাবেই যাপিত জীবন শেষে
শীতের কোন এক কুয়াশাচ্ছন্ন ভোরে
হারিয়ে যাব কালের অতল গর্ভে।
আমার শেষকৃত্য হবে লোকালয় থেকে দূরে
সকলের অগচরে
থাকবেনা লেখা কিছু আমার এপিটাফে
কোনদিন কেউ জানবেনা এটা কার সমাধি
কেননা লেখার মত কিছুই যে নেই আমার।
একটি আরশোলার মৃত্যুর মত
গুরুত্বহীন হবে আমার অন্তর্ধান।