অতলস্পর্শী জলেশ্বরীকে

0
323

সেদিন যখন বললে ভালোবাসা কি  জেনে এসো

অপেক্ষায় রইলাম তোমার উত্তরের

আমি পড়ে গেলাম মহাধন্দে

জিজ্ঞাসু মন নিয়ে খুজতে শুরুকরলাম।

প্রথমে গেলাম তাবৎ বাঙ্গালীর প্রধান আশ্রয়স্থল রবীন্দ্রনাথে

তিনি বললেন সখী ভালবাসা কারে কয়

অতপর আর কিঝুই বলার থাকেনা।

ব্যর্থ মন নিয়ে গলোম আগ্রার যমুনার তাজে

সেকানে উপলব্ধি করলাম ভাবুক কবি শিল্পীর মহা সুষ্টি

অব্যক্ত যাতনা শ্বেত মর্মর পাথরেবাধানো

ভালোবাসার ছোয়া পেলাম না।

অনুভব করলাম হারানোর নীল   বেদনাই হলো ভালোবাসা

ফিরে গেলাম ধানসিড়ি,কীর্তন খোলার মোহনায় জীবনানন্দে

তিনিও আমায় অস্পষ্টতায় রাখলেন পদ্যের  চাতুর্যতায়

এরপর দীর্ঘপথ ও সময় অতিক্রম করে

ভালোবাসা মানে ভিক্ষু ও পুরুতরা বলল ঈশ্বর কিংবা

ভগবানের কৃপা লাভ হলো ভালোবাসা

কিন্তু আমার মন তৃপ্ত হলোনা

উপোস,উদাসী মন নিয়ে ঘুরলাম

অজন্তা,রাচী থেকে শুরু করে

সাগরের ঢেউ আছড়ে পড়া সুদুর মরিশাস।

প্রশ্ন রাখলাম হিমালয় থেকে শুরুকরে

অতলস্পর্শী জলেশ্বরীকে

মুসাফির হয়ে বেড়ালাম বিদর্ভ থেকে

তুস নগর পর্যন্ত।

ইত্যবসরে তুমিও হারিয়ে   গেলে

ভালোবাসাও ধুয়াশাচ্ছন্ন আমার কাছে।

১৪ নভেম্বর ২০১২