24.8 C
New York
Sunday, May 28, 2023

ফিরে পাবার প্রতীক্ষা

পৃথিবী আজ অস্থির,শোষনের রাজত্ব সর্বত্র

ধরিত্রী থেকে মানবতা নির্বাসিত

সাম্রাজ্যবাদীদের করাল ধাবায় পৃথিবী রক্তাক্ত

কোথাও নেই সাম্য মৈত্রী ও প্রেমের সুর

রক্ত নিয়ে হোলি খেলায় মেতেছে

হালাকু মুসোলিনী ও কিসিঞ্জারের জারজ সন্তানেরা

অশান্ত যুদ্ধ বিদ্ধস্ত আজ ফিলিস্তিন থেকে সোমালিয়া

বসুন্ধরা থেকে বিতাড়িত প্রেম ও অহিংসার বাণী

অস্ত্রের ঝনঝনানি ও বোমার মুহুর্মুহু গোলা বর্ষনে

ঘুম ভাঙ্গে কাশ্মীরের আবাল বৃদ্ধ বণিতাদের

ইঙ্গ মার্কিন হায়েনাদের হাত রঞ্জিত

আফগানস্তান ও ইরাকি শিশুদের রক্তে

ধর্মান্ধ মৌলবাদী বর্বর পাক জঙ্গিদের

ঘৃণ্য শিকার কোমলমতি কিশোরী মালালা

শুধু মাত্র শিক্ষার আলো ছড়ানোর  জন্য

কোথাও কি কেউ নেই এরে বিষদাত ভাঙ্গার

এইনরকের কীটদের দমানোর জন্য

আবার পৃথিবীতে প্রয়োজন

সালাউদ্দিনের নাঙ্গা তলোয়ার চে গুয়েভারার রাইফেল

আর তিতুমীরের বাশের  কেল্লা।

নেমেএসো তোমরা এদের রাহু থেকে

মুক্তি দাও মর্ত্যবাসীকে।

১৩ নভেম্বর ২০১২

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট