কদ্দিন আমি ভাল থাকি
কদ্দিন আমি মন্দ।
দিনের আলো দেখতে পাই না
জাতি এখন অন্ধ।
অন্ধজনে জ্ঞানের আধার
মন্দ জনে মানে।
শাসকের ঘরে গনতন্ত্র
চুপিচুপি কাঁদে।
কদ্দিন আমি আকাশ দেখি
কদ্দিন দেখি জোছনা।
দুষ্ট লোকর ছবি ভাসে
মনের ছেঁড়া আয়নায়।
সেই আয়নাতে ভেসে উঠে
হরেক রকম গয়না।
গয়না পরে নাচছে দেখ
রাজার মেয়ে ময়না।
যদ্দিন আমি দেখছি বাঙলা
যদ্দিন দেখি মানুষ।
মানুষ-অমানুষের ভীড়ে আমি
খুঁজে পেলাম ফানুস।
ফানুস দ্বারা চলছে শাসন
দিব্যি খাচ্ছে লুটে।
লুটের রাজ্য চলছে এখন
সোনার বাঙলা দেশে।
Facebook Comments Box