20.9 C
New York
Sunday, June 11, 2023

বিজয়ের দিনে

ডিসেম্বরের ষোলো তারিখ

আমার বাংলাদেশে,

প্রতি বছর আসলে ফিরে 

সবাই ভালোবেসে।

সারা দেশটা নানান রঙে 

রঙিন হয়ে সাজে,

টেলিভিশন বেতার মাইক

দেশেরি গান বাজে।

দেশের সকল স্মৃতিসৌধে

রাত দিবসটা ধরে,

শিক্ষিত আর আমজনতা

মাল্যদান ভাই করে।

হয়নি স্বাধীন আমার দেশটা 

রক্ত জীবন বীণে, 

দোয়া করি শহিদ গাজীক

বিজয়ের এই দিনে।।

Facebook Comments Box
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
ঠিকানাঃ  গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।  C/O : নুরু মুন্সি  ই-মেইল : alomjahangir7655178@gmail.com

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট