রানা জামান
ডিসেম্বরে হাত থাক পুরো বস্ত্রাবৃত
কালো ভালুকের চামরায় মুড়ে থাক দেহ
ডিসেম্বর সাইবেরিয়া ধৌত বরফের গাঢ় প্রচ্ছায়া
পঞ্জিকার শেষ ধাপে অবস্থান হলেও বামন নয় মোটেএগারো মাসকে কি আগলে রাখতে হয় ওকে?
শীতার্ত বৃক্ষেরা ঝেরে ফেলে সব পুরনো পত্রক
শ্বেত ভালুকের সাথে সখ্যতার মাত্রা বাড়ে পুরোপুরি
জল উড়ে জমে বিভিন্ন আকারে নামে ধরাধামে
শিশিরে কিরণ কী যে মুগ্ধতার!
শুকনো পাতা গায় মরমর মরমর মনোরম গান
ঘামের বিরক্তি না থাকায় থাকে অপূর্ব আরাম
ঘামে লেপ্টে থাকা জুন, ছ্যা! দূর্গন্ধ!
ছায়াও উত্তপ্ত হয়ে যায় মে’র সূর্যের চুম্বনে
যত কম বস্ত্র গায়ে তত বেশি আরামের মাত্রা
ক’জনার এসি আছে দরিদ্রের দেশে?
পাকা ধানে ভরে থাকে ফসলের মাঠ
কত রকমের শীতের শব্জির উল্লাস মুখর
কোনটা রেখে কোনটা খাবো পাগলের দশা!
খেজুরের রস শীতের ভোরের মজার টনিক
সূর্যমুখী গাদা সহ কত রকমের ফুল ফোটে!
ভাঁপা পুলি দুধে চিতই ভাগায় শীতের জড়তা
গরম মুড়ির স্বাদ ভোরে মজা অনুপম
ঠাণ্ডা দৈ-এ খই কলা চটকে লাগে স্বর্গীয় সুস্বাদ
আরো মজাদার খাদ্য পাই ডিসেম্বরে
ডিসেম্বর ভরে থাকে মজাদার খাদ্যে
শীত নিবারণে গরম পোশাক আনে ভিন্ন ডাঁট
সুয়েটার, কোট, ব্লেজার, লংকোট
রাতে কাঁথা লেপ অথবা কম্বল
হিটার ফায়ার প্লেস ধনীদের আরাম অপার
জানুয়ারি জন্ম নেয় কি ডিসেম্বরের গর্ভ থেকে?