তারিকুল আমিন
সাহিত্য নিয়ে চারপাশে আজ
রমরমা যত ব্যবসা,
ছাপছে লেখা দিলেই টাকা,
সাথে মেমেন্টো আর প্রশংসাপত্র।
কবি হবার জন্য আজ লম্বা লাইন
শহর কেন্দ্রিক হলেই বুঝি! কবি হওয়া যায়?
নামের আগে কবি, এই আনন্দ নিতেই
টাকা দিয়ে ছাপছে বই,
নামে বেনামে মিলছে হরেক রকম পদক।
এভাবেই বেড়ে উঠছে ব্যবসা হরদম
আনাচে কানাচে গঁজিয়ে উঠছে-
সাহিত্য নামে অসাহিত্যের ভান্ডার।
যেখানে শুধুই অর্থের হয় লেনদেন।
লেখার মান হোক যা তা ভাই
টাকা দিলেই হাতে পাবে বই।
আজ টাকা দিলেই কবি হবে,
পাবে জ্ঞানীর তকমা;
এই সুযোগটি পাবে কই?
কবি আজ ঝাঁকে ঝাঁকে
পাঠক মিলে ভাই কই?
উইপোকারা মই নিয়ে চুপে চুপে
খাচ্ছে এসে শত শত বই।
Facebook Comments Box