মনির জামান
শীতের তোড়ে ঠোঁট কাপিয়ে
শিশির ভেজা ভোরে
কে খাবি আয় গ্লাস ভরে
খেজুরের রস ওরে।
কে যাবি আয় ভোর সকালে
রসের পিঠা খেতে
ফুপু আমার বলেছিল
সকাল বেলা যেতে।
শীতের ভয়ে লেফ মুড়িয়ে
আছো কে-গো ঘরে
হাল চষিতে যেতে হবে
আজ মোহনার চরে।
আলু পেঁয়াজ সবজি সকল
শিতে ভাল ফলে
চাষীর হিরা ঝিলিক মারে
শিশির ভেজা জলে।
কোয়াষার এই ঘোর আঁধারে
নাওয়ের মাঝি চলো
বাঁধন খোল ঘাটের তরী
এইতো সকাল হলো।
Facebook Comments Box