Tuesday, December 3, 2024
Homeসাহিত্যকবিতাঅভেদ্য দেয়াল

অভেদ্য দেয়াল

মাসুদ রানা

আমি নজরুলের মতো বিদ্রোহী হতে পারি না,

আমি নিতান্তই দুর্বল ।

তোমাদের শোষণের তীব্র স্রোতে

আমি নাও বাইতে পারি না,

আমার হাত বাঁধা।

সূর্যের আলোয় যে অজস্র অন্যায় করো,

সবই গোগ্রাশে গিলে যেতে হয়।

রাতের আঁধারে যাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছো,

সব দেখেও চোখ বুজে মেনে নিতে হয়েছে।

তোমার বিচারে আঁধারকে আলো বানিয়েছো,

আমার চশমার ফ্রেমে এখনও বিঁধে আছে।

শত তরুনীর আর্তনাদ টাকার পাহাড়ে চাঁপা দিয়েছো,

সবকিছু মেনে নিতে হয়েছে।

আঘাতে আঘাতে একদিন সবাই জেগে উঠবে

কড়ায় কড়ায় হিসাব দিতে হবে,

সবকিছুই ফেরত দেওয়া হবে।

শীতলক্ষ্যায় ফেলে দেওয়া

প্রতিটি লাশের হিসাব দিতে হবে।

গরীবের রক্ত চুষে যে অট্টালিকা গড়ে তুলেছো

তার প্রতিটি কংক্রিটের হিসাব একদিন দিতে হবে।

কথা বলার আগেই গুম করে দেওয়া মানুষগুলোর

পরিবারকে কৈফিয়ত দিতেই হবে।

শোষিত নিপীড়িত এই জনগণ কখনও এসব ভুলবে না

শধু এই অভেদ্য দেয়াল ভেঙ্গে গেলে

সবটুকু হিসাব বুঝিয়ে দিতে হবে।

Facebook Comments Box
Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments