-মোল্লা আলী আছগার
মাটির পৃথিবী জুড়ে ইবলিস ফেলে কুয়াশার জাল
আসমান ভরা কুফরীর কালো মেঘে,
দীপ্ত সূর্য তারকার দল পথ খুঁজে নাজেহাল
কালের অশ্ব ছুটে চলে দ্রুতবেগে।
এখনো তোমার দুচোখের পরে অলস ঘুমের রেশ
এখনো তোমার চেতনা আসেনি ফিরে?
ঘরে বসে তছবি গোনার হয়নি শেষ
ঘোর জুলমাত নিয়েছে যখন ঘিরে?
অমনিশা যবে ছেয়ে ফেলেছিল মরুভূমি সাহারায়
কোন সে সূর্য সেদিন দিয়েছে আলো?
কোন সে মন্ত্র অর্ধ দুনিয়া করেছিল বেকারার
ছাই চাপা সেই অগ্নি আবার জ্বালো।
রাতে দরবেশ দিনে মুজাহিদ দ্বীন নিয়ে চলে ছুটে
শরাবের চেয়ে প্রিয় এ জীবন দান,
অগ্নি শপথে রাঙা করো দিল গাফলতি যাক টুটে
ঈমানের বলে হও আজি বলিয়ান।
আকাশে মেঘের তান্ডব্লীলা কান ফেটে যায়,আহা!
নোনা দরিয়ার ঝড়ে ছিড়ে গেছে পাল,
দ্বীনের আকাশে ধ্রুবতারা দেখে চিনে নাও ঠিক রাহা
দক্ষ নাবিক ধরো জাহাজের হাল।
পাবনা
হাল ধরো নাবিক
হাল ধরো নাবিক -মোল্লা আলী আছগার
Facebook Comments Box