back to top
Monday, March 31, 2025
Homeসম্পাদকীয়প্রতিধ্বনির ঈদ সাময়িকী ২০২৫ 'বৃত্তের বাইরে'

প্রতিধ্বনির ঈদ সাময়িকী ২০২৫ ‘বৃত্তের বাইরে’

অনলাইন ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করা প্রতিধ্বনি ম্যাগাজিন এবার প্রথম কাগুজে পত্রিকা প্রকাশ করেছে।ঈদ উপলক্ষে প্রতিধ্বনি একটি ঈদ সাময়িকী প্রকাশ করেছে।যার নাম রাখা হয়েছে ‘বৃত্তের বাইরে’।প্রতিধ্বনির ফেসবুক প্রোফাইল এবং পেইজ থেকে বেশ জোরেসোরে লেখা আহবানও করা হয়েছিল।আমরা চেয়েছি এই ঈদ সংখ্যাটতে নবীন লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু গতানুগতিক প্রবীণ ও নিজস্ব আমন্ত্রতিত লেখক দিয়ে ঈদ সংখ্যা না সাজিয়ে নবীন লেখকদের লেখা অগ্রাধিকার দেওয়া হয়েছে।ছোট কলেবরে এই প্রিন্ট সংখ্যায় রাখা হয়েছে গল্প,কবিতা,ছড়া,ইতিহাস,ফিচার,স্বাস্থ্য বিষয়ক লেখা।চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে ঈদ সংখ্যায়।

চট্টগ্রাম বাতিঘরে পাওয়া যাচ্ছে প্রতিধ্বনির ঈদ সাময়িকী বৃত্তের বাইরে

ঈদ সংখ্যায় সায়েন্স ফিকশন লিখেছেন অরুণ বর্মণ।রোবটা নগরে ক্যাপসুল তার গল্পের শিরোনাম।
তাছাড়া থাকছে আরো ৯টি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প।
হাসান টুটুলের নজরদারি
সালমান খান জুয়েলের গল্প লাল ট্রাক্টর
সুদীপ্ত শামীম ঈদের গল্প বাবার ঈদ উপহার
চন্দ্রযোগ শিরোনামে গল্প লিখেছেন মুহাম্মদ ফজলুল হক।
অলিউর রহমান ফিরোজের গল্প শেষ খেয়া
প্রতিধ্বনির শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা জাজাফী লিখেছেন ঈদ সালামীর আনন্দ নামে গল্প।
গাজী আবু হানিফের গল্পের শিরোনাম লুপা
গ্রেগর সামসার আরেক জীবন শিরোনামে গল্প লিখেছেন মুহসীন মোসাদ্দেক।
ঈদ সাময়িকীর সহকারী সম্পাদক টি এইচ মাহির লিখেছেন লালচোখ শিরোনামের গল্প।

গল্প ছাড়াও ছড়া কবিতায় স্থান পেয়েছে এক ঝাঁক কবির ছড়া-কবিতা।
নিস্তব্ধতার অন্ত্যোষ্টি-আহাদুজ্জামান তন্ময়
অন্তঃসারশূন্যতা-মেহেদী হাসান সম্রাট
ঈদের খুশি-শিমুল হোসেন
খুশির মিছিল-আলমগীর কবির
তবে না সেটা ঈদ-রানা জামান
উড়ে গেল একটা চড়ুই-সামিউল ইসলাম
ফোঁটাও পুষ্প কলি-বিবেক বেপারী
উন্মাদ-মানস সরোবর
সংকল্প-খাদিজা আক্তার
মানুষ কবে মানুষ হবে?-বিলকিস নাহার মিতু
সুন্দরবন-দিলীপ কুমার পাত্র
আমার খোকা-শাকিলা নাছরিন পাপিয়া
ঈদের খুশি-জাহিদ বিন হিকমত
একটি শহরের বুকে-গাজী আবু হানিফ
প্রতীক্ষা-আবু আফজাল সালেহ
অন্ধ-সোহেল মাহবুব
এলো রোজা-মোহাম্মদ তাওসিফ হাসান নাহিদ
স্রষ্টা ও সৃষ্টি-রজব বিন হুসাইন

ছড়া কবিতার বাইরে ঈদে সাস্থ্য সচেতনতা নিয়ে লিখেছেন পুষ্টিবিদ লিনা আকতার-ঈদের খাবারের সতর্কতা
জোসেফ স্টালিন নিয়ে লিখেছেন প্রতিধ্বনির প্রধান পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম-জোসেফ স্টালিন:ইতিহাসের এক নিষ্ঠুর শাসকে অন্ধকার যাত্রা
তসবিহ দানার সংস্কৃতি নিয়ে জানিয়েছেন নাঈমুল হাসান তানযীম-তসবিহ দানার সংস্কৃতি যেখান থেকে
প্রিয় নবীকে চিঠি লিখেছেন মুজাহিদুল ইসলাম মোমেনশাহী-আপনাকে হে নবী! তবুও ভালোবাসি
খেলাধুলা নিয়ে লিখেছেন মুহাম্মদ তমিজুল হক রিপন-সেরাদের সেরা ১০ লেগ স্পিনার


প্রতিধ্বনির এই প্রিন্ট সাময়িকীর প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম, উপদেষ্টা জাজাফী, সম্পাদক মাজহার হিলাল রহিজ, সহকারী সম্পাদক টি এইচ মাহির, প্রচ্ছদ করেছেন টি এইচ মাহির, অঙ্গসজ্জা, গ্রাফিক্স ও বানান
সমন্বয় করেছেন আহাদুজ্জামান তন্ময়,ব্যবস্থাপক ইবনে মোশাররফ


এই ঈদসংখ্যা ২০২৫-এর মূল্য রাখা হয়েছে ৪০ টাকা।সংগ্রহ করতে যোগাযোগ করুন প্রতিধ্বনির পেইজ অথবা আইডিতে।লিংক: ফেসবুকে আইডি https://www.facebook.com/protiddhonii.patrika
পেইজে: https://www.facebook.com/protiddhoniibd

অথবা সংগ্রহ করা যাবে চট্টগ্রাম বাতিঘর থেকেও।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে


Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
এই ধরণের আরো লেখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

প্রতিধ্বনির বর্তমান মূল্যprotiddhonii.com estimated website worthprotiddhonii.com domain valuewebsite worth calculator

সাম্প্রতিক লেখা

Recent Comments