অনলাইন ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করা প্রতিধ্বনি ম্যাগাজিন এবার প্রথম কাগুজে পত্রিকা প্রকাশ করেছে।ঈদ উপলক্ষে প্রতিধ্বনি একটি ঈদ সাময়িকী প্রকাশ করেছে।যার নাম রাখা হয়েছে ‘বৃত্তের বাইরে’।প্রতিধ্বনির ফেসবুক প্রোফাইল এবং পেইজ থেকে বেশ জোরেসোরে লেখা আহবানও করা হয়েছিল।আমরা চেয়েছি এই ঈদ সংখ্যাটতে নবীন লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু গতানুগতিক প্রবীণ ও নিজস্ব আমন্ত্রতিত লেখক দিয়ে ঈদ সংখ্যা না সাজিয়ে নবীন লেখকদের লেখা অগ্রাধিকার দেওয়া হয়েছে।ছোট কলেবরে এই প্রিন্ট সংখ্যায় রাখা হয়েছে গল্প,কবিতা,ছড়া,ইতিহাস,ফিচার,স্বাস্থ্য বিষয়ক লেখা।চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে ঈদ সংখ্যায়।

ঈদ সংখ্যায় সায়েন্স ফিকশন লিখেছেন অরুণ বর্মণ।রোবটা নগরে ক্যাপসুল তার গল্পের শিরোনাম।
তাছাড়া থাকছে আরো ৯টি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প।
হাসান টুটুলের নজরদারি।
সালমান খান জুয়েলের গল্প লাল ট্রাক্টর।
সুদীপ্ত শামীম ঈদের গল্প বাবার ঈদ উপহার।
চন্দ্রযোগ শিরোনামে গল্প লিখেছেন মুহাম্মদ ফজলুল হক।
অলিউর রহমান ফিরোজের গল্প শেষ খেয়া।
প্রতিধ্বনির শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা জাজাফী লিখেছেন ঈদ সালামীর আনন্দ নামে গল্প।
গাজী আবু হানিফের গল্পের শিরোনাম লুপা।
গ্রেগর সামসার আরেক জীবন শিরোনামে গল্প লিখেছেন মুহসীন মোসাদ্দেক।
ঈদ সাময়িকীর সহকারী সম্পাদক টি এইচ মাহির লিখেছেন লালচোখ শিরোনামের গল্প।
গল্প ছাড়াও ছড়া কবিতায় স্থান পেয়েছে এক ঝাঁক কবির ছড়া-কবিতা।
নিস্তব্ধতার অন্ত্যোষ্টি-আহাদুজ্জামান তন্ময়
অন্তঃসারশূন্যতা-মেহেদী হাসান সম্রাট
ঈদের খুশি-শিমুল হোসেন
খুশির মিছিল-আলমগীর কবির
তবে না সেটা ঈদ-রানা জামান
উড়ে গেল একটা চড়ুই-সামিউল ইসলাম
ফোঁটাও পুষ্প কলি-বিবেক বেপারী
উন্মাদ-মানস সরোবর
সংকল্প-খাদিজা আক্তার
মানুষ কবে মানুষ হবে?-বিলকিস নাহার মিতু
সুন্দরবন-দিলীপ কুমার পাত্র
আমার খোকা-শাকিলা নাছরিন পাপিয়া
ঈদের খুশি-জাহিদ বিন হিকমত
একটি শহরের বুকে-গাজী আবু হানিফ
প্রতীক্ষা-আবু আফজাল সালেহ
অন্ধ-সোহেল মাহবুব
এলো রোজা-মোহাম্মদ তাওসিফ হাসান নাহিদ
স্রষ্টা ও সৃষ্টি-রজব বিন হুসাইন
ছড়া কবিতার বাইরে ঈদে সাস্থ্য সচেতনতা নিয়ে লিখেছেন পুষ্টিবিদ লিনা আকতার-ঈদের খাবারের সতর্কতা।
জোসেফ স্টালিন নিয়ে লিখেছেন প্রতিধ্বনির প্রধান পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম-জোসেফ স্টালিন:ইতিহাসের এক নিষ্ঠুর শাসকে অন্ধকার যাত্রা।
তসবিহ দানার সংস্কৃতি নিয়ে জানিয়েছেন নাঈমুল হাসান তানযীম-তসবিহ দানার সংস্কৃতি যেখান থেকে।
প্রিয় নবীকে চিঠি লিখেছেন মুজাহিদুল ইসলাম মোমেনশাহী-আপনাকে হে নবী! তবুও ভালোবাসি।
খেলাধুলা নিয়ে লিখেছেন মুহাম্মদ তমিজুল হক রিপন-সেরাদের সেরা ১০ লেগ স্পিনার।
প্রতিধ্বনির এই প্রিন্ট সাময়িকীর প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম, উপদেষ্টা জাজাফী, সম্পাদক মাজহার হিলাল রহিজ, সহকারী সম্পাদক টি এইচ মাহির, প্রচ্ছদ করেছেন টি এইচ মাহির, অঙ্গসজ্জা, গ্রাফিক্স ও বানান
সমন্বয় করেছেন আহাদুজ্জামান তন্ময়,ব্যবস্থাপক ইবনে মোশাররফ।
এই ঈদসংখ্যা ২০২৫-এর মূল্য রাখা হয়েছে ৪০ টাকা।সংগ্রহ করতে যোগাযোগ করুন প্রতিধ্বনির পেইজ অথবা আইডিতে।লিংক: ফেসবুকে আইডি https://www.facebook.com/protiddhonii.patrika
পেইজে: https://www.facebook.com/protiddhoniibd
অথবা সংগ্রহ করা যাবে চট্টগ্রাম বাতিঘর থেকেও।