24.8 C
New York
Sunday, May 28, 2023

ফাতিহা আয়াত

1 POSTS0 COMMENTS
http://faatihaaayat.com/
ফাতিহা আয়াত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত লেখক, শিশু অধিকার কর্মী ও একজন জলবায়ু পরিবর্তন সংস্কারক। • ২০১৮ সালে মাত্র সাত বছর বয়সে তিনি জাতিসঙ্ঘের ইকোসক চেম্বারে আন্তর্জাতিক যুব দিবস সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন। পরবর্তী বছর ২০১৯ সালে তিনি জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশনে শিশু অবমাননা, লিংগ বৈষম্য ও পারিবারিক সহিংসতা বিষয়ে বক্তব্য রাখেন। • ২০২০ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১ম বার্ষিক হার্ভার্ড আন্ডারগ্রাজুয়েট উনিসেফ ক্লাব কনফারেন্সে জলবায়ু প্রশমন ও টেকসই অভিযোজন বিষয়ে বক্তব্য রাখেন। ফাতিহা আয়াত ২০২১ সালে স্কটল্যান্ডে অনুষ্টিতব্য জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন সম্মলেনে প্রণিতব্য গ্লাসগো অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরীতে জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলনের অধীনে একজন অংশীদারের ভুমিকা পালন করেন। • একই বছর তিনি জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনের বিজ্ঞান সম্মেলনের ফিচারড স্পীকারের এবং জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জলবায়ু কর্মসূচী সম্মেলনের লাইটনিং স্পীকারের সম্মাননা পান। • ফাতিহা আয়াত ২০২২ সালে জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়ে যুব দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভাষণ দেন। এলকই বছর তিনি একটি উপযুক্ত এবং টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশ, বাণিজ্য, স্বাস্থ্য, উদ্ভাবন, সংস্কৃতি এবং নিরাপত্তা সম্পর্কিত কনকর্ডিয়া বার্ষিক সম্মেলনে কথা বলেন এবনং ফোর্ড ফাউন্ডেশন সেন্টার ফর সিভিল জাস্টিস-এ একটি কল টু অ্যাকশন বক্তব্য দেন। • ফাতিহা আয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পক্ষ থেকে এলিমেন্টারি গ্রাজুয়েট হিসেবে “প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাকাডেমিক এক্সিলেন্স - গোল্ড সার্টিফিকেট” লাভ করেন। • ফাতিহা আয়াত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কন্টিনিউইং এডুকেশন থেকে লিডারশীপ এক্সিলেন্সের উপর প্রোফেসশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। • ফাতিহা আয়াতের তিনটি বই প্রকাশিত হয়েছে। অ্যাামাযন পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বেয়ার উইথ অ্যা বেয়ার এবং সিস্টার্স রিইউনিয়ন। আর অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ডায়েরী অব অ্যা মুসলিম কিড। তিনি CHIL&D নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা যেখানে তিনি জলবায়ু, স্বাস্থ্য, তথ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে কাজ করেন।

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Facebook Comments Box