তমসুর হোসেন
কেমন আছ আমার দেশ এবং জন্মদাত্রী মা জননী
মহাসাগরের ওপারে আরেক মহাদেশে বসে
খুব দেখতে ই”েছ করছে তোমাদের।
শুনছি আমার বৃদ্ধা জননীর মতো
দেশজননীরও প্রচÐ জ্বর এবং শ্বাসকষ্ট হয়
প্রায়ই অসু¯’ দেহে কুয়াশার চাদরে মাথা মুড়ি দিয়ে
পড়ে থাকে আমার সুপ্রিয় দুখিনী স্বদেশ।
তাদের মাথায় আদর ঢেলে দেয়ার মতো কোন লোক নাকি পাশে নেই।
আমার সহোদররা স্বার্থের মোহে ভুলে যায়
দুখিনী মায়ের রোগজর্জর অসহ্য কষ্টের কথা
অনেক কিছু থাকলেও মায়ের ঔষধ আর পথ্যের যোগান দিতে অপারগ তারা
অন্যদিকে ষোলকোটি সন্তানের চোখের সামনে কাতরায় বিপন্ন স্বদেশ
তার ভঙ্গুর অ¯ি’মজ্জায় ¯েœহশীল পরশ
দেয়ার মতো হৃদয়বান সন্তানের বড়োই অভাব।
জীবিকার সন্ধানে তরঙ্গসংকুল মহাসাগর পাড়ি দিয়ে
আমি এখন অশুভ চক্রের জালে আটকা পড়ে গেছি
বেঁচে থাকলেও হাড়ভাঙ্গা খাটুনি করে তেমন কিছু হ”েছ না উপার্জন
দুর্ঘটনায় মরে গেলেও আমার লাশ পৌছবে না স্বজনের কাছে
সারাক্ষণ আমি ব্যথিত মনে অশ্রর সাগরে সাঁতার কাটি
আমার প্রিয় স্বদেশ ভুমি, আমার দুখিনী জননী আমার জন্য দোয়া কর
আমি যেন নরক থেকে তোমাদের কোলে ফিরে যেতে পারি।