7.1 C
New York
Saturday, April 27, 2024
spot_img

কেমন আছ স্বদেশ

তমসুর হোসেন

কেমন আছ আমার দেশ এবং জন্মদাত্রী মা জননী
মহাসাগরের ওপারে আরেক মহাদেশে বসে
খুব দেখতে ই”েছ করছে তোমাদের।

শুনছি আমার বৃদ্ধা জননীর মতো
দেশজননীরও প্রচÐ জ্বর এবং শ্বাসকষ্ট হয়
প্রায়ই অসু¯’ দেহে কুয়াশার চাদরে মাথা মুড়ি দিয়ে
পড়ে থাকে আমার সুপ্রিয় দুখিনী স্বদেশ।
তাদের মাথায় আদর ঢেলে দেয়ার মতো কোন লোক নাকি পাশে নেই।
আমার সহোদররা স্বার্থের মোহে ভুলে যায়
দুখিনী মায়ের রোগজর্জর অসহ্য কষ্টের কথা
অনেক কিছু থাকলেও মায়ের ঔষধ আর পথ্যের যোগান দিতে অপারগ তারা
অন্যদিকে ষোলকোটি সন্তানের চোখের সামনে কাতরায় বিপন্ন স্বদেশ
তার ভঙ্গুর অ¯ি’মজ্জায় ¯েœহশীল পরশ
দেয়ার মতো হৃদয়বান সন্তানের বড়োই অভাব।
জীবিকার সন্ধানে তরঙ্গসংকুল মহাসাগর পাড়ি দিয়ে
আমি এখন অশুভ চক্রের জালে আটকা পড়ে গেছি
বেঁচে থাকলেও হাড়ভাঙ্গা খাটুনি করে তেমন কিছু হ”েছ না উপার্জন
দুর্ঘটনায় মরে গেলেও আমার লাশ পৌছবে না স্বজনের কাছে
সারাক্ষণ আমি ব্যথিত মনে অশ্রর সাগরে সাঁতার কাটি
আমার প্রিয় স্বদেশ ভুমি, আমার দুখিনী জননী আমার জন্য দোয়া কর
আমি যেন নরক থেকে তোমাদের কোলে ফিরে যেতে পারি।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট