10.7 C
New York
Thursday, April 18, 2024
spot_img

অনন্তকাল তোমাকে চাই

জাকির আলম

তোমার জন্য অপেক্ষা নয় আজন্ম প্রতীক্ষা

অসীম কালের যাত্রাপথে নিবর্ত তিতিক্ষা।

অগ্র দেখার কালে তুমি কাল বৈশাখী ঝড়

আঁকাবাঁকা চক্রবালে বাঁধবো সুখের ঘর।

মায়া ভরা আস্য তোমার রেশম কালো চুল

দোলায়মান ভেজা ঠোঁটে ফোটে নীরজ ফুল।

কাঁপা কাঁপা হাসির নির্ঝর জ্যোতিষ্মান চিবু

আঁধার রাতে তোমার অক্ষি জ্বলে নিভুনিভু।

পাখির চঞ্চু নাসিকা শ্যামলা বরণ কায়া

যৌবন নদী সোনার অঙ্গ আঁখিপাতে মায়া।

নূপুর পরা পাদদেশে নির্ঝরিণীর খেলা

রক্তের হিমোগ্লোবিনে তুষারপাতের মেলা।

মুক্তার মতো সুদন্তী কথায় মধুর হাসি

হেঁটে চলার তালে তালে বাজে শ্যামের বাঁশি।

হরণ করে চিত্ত আমার কেড়ে নিছো ঘুম

কল্পনাতে আগুন ঠোঁটে কপালে দাও চুম।

নিঝুম রাতে বিধুর সাথে মুক্ত আলিঙ্গন

শশিপ্রভা অষ্টপ্রহর তোমাকে চায় মন।

চির সাথী তুমি আমার মুক্ত ডানার পাখি

অনন্তকাল তোমাকে চাই হেমালিনী আঁখি।

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট