আমায় ভালোবাসো?

প্রতিধ্বনি

0
856

কখনও ভালোবাসোনি আমায়,
অবশ্য তোমায় মনের কথা ও বলা হয়ে ওঠেনি,
বলা হয়ে ওঠেনি আমার আবেগ অনুভূতি গুলো,
লোকলজ্জার ভয়ে একসাথে দুহাত ধরে হাটতেও পারিনি,
শুধু দূরথেকে অনুভব করে গেছি তোমায়।
অপেক্ষার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে দেখা হয় একদিন,
আমি চোখ ফেরাতে পারিনি তোমার থেকে।
তোমার অবাক করা চাহনি আর নিষ্পলক চোখ,
আরো কাছে ডাকে,ডাকে হৃদয়ের গভীরে।
প্রেম ভালোবাসা তোমার ভালো না লাগলেও,
সেদিন প্রত্যাখ্যান করতো পারোনি আমায়।
ঠাঁই দিয়েছিলে তোমার বক্ষ মাঝে
কঠিন থেকে কঠিন ভাবে জড়িয়ে ধরেছিলে,
জড়িয়ে ধরে নিষ্প্রাণ রুক্ষ ঠোঁটে,
ফিরিয়ে দিয়েছিলে প্রশান্তির ছোঁয়া।
বিদায় বেলায় ও অশ্রুপাত হয়েছিল তোমার,
ফিরে তাকিয়েছিলে বার বার।
তুমি,তবে কি আমায় ভালোবাসো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here