24.8 C
New York
Sunday, May 28, 2023

কালকূটের প্রতিধ্বনি

জাকির আলম

যে মানুষটা বলেছিলো তোমাকে ছাড়া বাঁচবো না,

তাকেও একদিন চলে যেতে দেখেছি।

সময়ের ব্যবধানে সবাই চলে যায়।

প্রিয়জন হারানো অসহন বেদনা 

কুরে কুরে খায় প্রেমিক হৃদয়।

তিলে তিলে গড়া ভালোবাসাকে মাটি চাপা দিয়ে

মানুষ হয়ে যায় আস্ত বেইমান।

মানুষের মন সময়-অসময় বলদে যায় ;

বদলে যায় কথার ধরণ।

বুকে আগলে রেখে যাকে মধুপান করায়

তাকেও একদিন ছুড়ে ফেলে দেয়

ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার অবয়বে।

যুগ যুগ ধরে চলে আসা প্রেম প্রেম খেলা

একদিন হেরে যায় বিশ্বাসের কাছে।

তখন বুকে জমানে কষ্টগুলো

প্রকাশের ভাষা হারিয়ে ফেলে।

মিথ্যে ভালোবাসার কাছে হেরে গিয়ে

সহজ সরল মানুষটাও একদিন পাথর হয়ে যায়।

বুকের ভিতর চাপা কান্না কেঁদে

জ্বলে-পুড়ে অঙ্গার হয় প্রতিনিয়ত।

চিরতরে হারিয়ে যায় মুখের হাসি।

গোমরা মুখে তখন ভেসে উঠে 

মৃত্যুর মতো ভয়ানক আগ্রাসন।

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট