মনির জামান
মন তোর ঘুমন্তরে
কে জাগালো
স্বপ্নঘোরে কে বা দিল
দিন দেখিবার আলো।
মন তোর ঘুমন্তরে
কে জাগালো।।
পঞ্চ আত্মার চক্র ঘিরে
ছয়টি তীরে
ও মন চলছে তিনজন
অতি ধীরে।
এ ভেদ-বিধি মুর্শিদ বিনে
জানা যায় না ভালো
মন তোর ঘুমন্তরে
কে জাগালো।
নিথর দেহ বিছানার উপর
থাকে পড়ে
পঞ্চ আত্মা ঘুরে-ফিরে
বেড়ায় উড়ে।
কোথায় পেলো কে-বা দিলো
স্বপ্ন দেখার আলো
মন তোর ঘুমন্তরে
কে জাগালো।
মন তোর ঘুমন্তরে
কে জাগালো
স্বপ্নঘোরে কে-বা দিলো
দিন দেখিবার আলো।
মন তোর ঘুমন্তরে
কে জাগালো।।
Facebook Comments Box