5.9 C
New York
Friday, December 8, 2023
spot_img

 যোদ্ধা

ফয়জুন্নেছা রেবা
…………………..

মুক্তি যোদ্ধা চাচা
আমায় বলে, বাছা,
শোন্ কাহিনি সাচা,
যুদ্ধ করে দেশ এনেছি
এটা তো নয় মিছা।

সাক্ষী আছে সনদ আছে
ট্রেনিং যায়নি মূছা
রাজাকাররা দলে ঢুকে
মারছে তবু খোঁচা।

তালিকাতে নাম উঠালো
ভূয়া মুক্তিযোদ্ধা।
দেশ শাসনে যোগ্য তারাই
সেরা জ্ঞানী বোদ্ধা।

ওদেরকে আজ সম্মাননা
দিচ্ছে সমাজ  দিচ্ছে
যোদ্ধা বলে গাইছে মিছে
আজব গুজব কিচ্ছে।

আসল নকল গুলিয়ে দেশে
করছে আসন শক্ত
কাঁচা টাকা ছড়িয়ে মাঠে
কিনছে ভোটার  ভক্ত।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট