ফয়জুন্নেছা রেবা
…………………..
মুক্তি যোদ্ধা চাচা
আমায় বলে, বাছা,
শোন্ কাহিনি সাচা,
যুদ্ধ করে দেশ এনেছি
এটা তো নয় মিছা।
সাক্ষী আছে সনদ আছে
ট্রেনিং যায়নি মূছা
রাজাকাররা দলে ঢুকে
মারছে তবু খোঁচা।
তালিকাতে নাম উঠালো
ভূয়া মুক্তিযোদ্ধা।
দেশ শাসনে যোগ্য তারাই
সেরা জ্ঞানী বোদ্ধা।
ওদেরকে আজ সম্মাননা
দিচ্ছে সমাজ দিচ্ছে
যোদ্ধা বলে গাইছে মিছে
আজব গুজব কিচ্ছে।
আসল নকল গুলিয়ে দেশে
করছে আসন শক্ত
কাঁচা টাকা ছড়িয়ে মাঠে
কিনছে ভোটার ভক্ত।