দৃষ্টির সীমানা ছাড়িয়ে

0
362
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
দৃষ্টির সীমানা ছাড়িয়ে-রুহানা আক্তার বৃষ্টি

রুহানা আক্তার বৃষ্টি

দূর হতে বহুদূর দীর্ঘ পাহাড় আর একলা সমুদ্দুর
দূর হতে নিকটে অচেনা লোকালয়ে তোমার অনুসন্ধানী দৃষ্টির পরিসীমা কতদূর?
এই ধূলোমাখা শহরটাকে দেখ, যেন জীবনেরই শুষ্ক রূপ!
সবাই কত কথা বলে, তবে এর মাঝেও দেখতে পাবে কিছু সত্তা থাকে চুপ।
এই নিয়ন আলোর শহরে চাঁদের আলোর শোভা কি দেখতে পাও?
নাকি কৃত্রিম আলোকচ্ছটায় দৃষ্টিভ্রমতায় আবদ্ধ হও?

Previous articleসততার সাতকাহন
Next articleশহরি বাবু
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here