24.8 C
New York
Sunday, May 28, 2023

অবহেলা

তোমার অবহেলা আমাকে শূন্য করে দেয় পাহাড়ের মতো….

ভরানদীগুলো শুকনো খটখটে হয়ে উঠে…

ভালোবাসা পেলে নদীতে জোয়ার ভাটার খেলা হতো…

নদী চঞ্চলা মনে বেয়ে যেতো…

 আজ শীতের তীব্রতা অনুভূতিকে আর নাড়া দেয় না..

বক্ষে উল্কাপিন্ডের তাপদাহে পুড়ে যাচ্ছে…

তীব্র তাপদাহে বন্ধ হচ্ছে শ্বাস…

বোবা কান্নার আঘাতে আমি বারবার মুচড়ে যাই…

মুচড়ে যায় আমার অলীক স্বপ্ন।

আমার সাধের গিটার…

আমার না পাওয়া ভালোবাসা…

একটি আর্তনাদ বিভৎস,

একটি যন্ত্রনা ভয়ংকর…

ভয়ংকর অভিমান।

ঠিক যেমন অভিমানে নীল তিমিরা ডাঙ্গায় উঠে আসে।

উঠে আসে জলোচ্ছ্বাস,ভাংচুর করে দেয় সবকিছু।

ঠিক যেমন পৃথিবীর অভিমানে ভূতলে ভূমিকম্প অনুভূত হয়।

ভেংগে পড়ে উঁচু উঁচু প্রাসাদ,নগর…

ঠিক তেমন ভয়ংকর এই অভিমান।

অবহেলায় হারিয়ে যাচ্ছি সাদা কাফনে মোড়ানো কফিনের ভীতরে।

তুমি কি টের পাচ্ছো?

……………..আনিন্দ্রিতা

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট