Saturday, January 18, 2025
Homeসাহিত্যকবিতাতোমার ফেরার অপেক্ষায়

তোমার ফেরার অপেক্ষায়

প্রিয়! তুমি হলে আমার পথচলার সঙ্গী হৃদয়ের স্পন্দন, 

সামান্য কারণে তোমার এ কেমন  অভিমান, 

তুমি তো হলে আমার আশার আলো ভাবনার কারণ, 

হৃদয় তোমার শান্ত কর ছিন্ন কর সকল মানঅভিমান। 

প্রিয়!তোমার ভাবনায় মগ্ন থাকি প্রহরে প্রহরে রাত্রি কেটে যায়, 

আমার কল্পনায় ভাসে স্মৃতিসব অনুভূতির আঘাতে দু-চোখে অশ্রুধারা বয়।

মনে পড়ে আজ সেই পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে পথচলার কথা, 

মনের অগোচরে কাঁদে প্রাণ অন্তরে লাগে ব্যথা।

মনে পড়ে আজ সেই জ্যোৎস্না রাত্রিতে কাছাকাছি বসে গল্প করার কথা, 

নির্জনে পাশাপাশি বসে ছিলাম দুজনে চারপাশে ছিল  নিস্তব্ধতা, 

তুমি তো আমায় ভালবেসেছিলে তবে কেন আজ দূরে দূরে থাকো, 

কল্পনায় ভাসে তোমার ছবি আমার নাম ধরে কেন তুমি ডাকো।

হৃদয় তোমার জাগ্রত কর ছিন্ন কর সকল মানঅভিমান, 

আমাদের বন্ধু্ত্ব যেন অটুট থাকে সুদৃঢ় হয় যেন সম্পর্কের অটুট বন্ধন।

আমার অনুভবে তোমায় মনে পড়ে…প্রিয়!

তুমি ফিরে এসো আমার সকল ভাবনায়,

পথ পানে প্রতিক্ষায় থাকবো আমি তোমার ফেরার অপেক্ষায়। 

Facebook Comments Box
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments