25 C
New York
Saturday, June 10, 2023

ঋতুপর্না চাকমার সাক্ষাৎকার

সাংবাদিকঃ আপনার নাম রিতুপর্ণা রাখার পিছনে কারন কি,,,?

রিতুপর্ণাঃ আমার নাম আমার ঝেঠি রেখে দিছে,,তার ভারতের প্রছন্দের নাইকা রিতুপর্ণা,,তার সাথে তুলনা করেই আমার নাম রেখে দেওয়া হয়

সাংবাদিকঃ আপনার প্রিয় ফুটবল দেশ কোনটি,,,??

রিতুপর্ণাঃ আর্জেন্টিনা 🇦🇷

সাংবাদিকঃ ছোটোবেলায় আপনার কি হবার ইচ্ছা ছিলো,,,??

রিতুপর্ণাঃ প্রাইমারি স্কুলের শিক্ষিকা অথবা নার্স

সাংবাদিকঃ আপনার হাসি এবং চুল সম্পর্কে কি বলবেন,,?

রিতুপর্ণাঃ আমি চুলে বেনি করি,প্রত্যেকটা প্লেয়ারই একটা স্টাইল থাকে, আমার ভক্তদের আনন্দ দিতেই আমি এমন হাসি আর চুলে বেনি করি

সাংবাদিকঃ আপনি যে গ্রাম এ জন্মগ্রহণ করছেন,, সে গ্রাম এর মানুষদের জন্য কি করতে চান,,??

রিতুপর্ণাঃ আমার গ্রামে যাতায়াত ব্যবস্থা ভালো না আমি আমার গ্রামের যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে চাই

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttp://www.protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট