সাংবাদিকঃ আপনার নাম রিতুপর্ণা রাখার পিছনে কারন কি,,,?
রিতুপর্ণাঃ আমার নাম আমার ঝেঠি রেখে দিছে,,তার ভারতের প্রছন্দের নাইকা রিতুপর্ণা,,তার সাথে তুলনা করেই আমার নাম রেখে দেওয়া হয়
সাংবাদিকঃ আপনার প্রিয় ফুটবল দেশ কোনটি,,,??
রিতুপর্ণাঃ আর্জেন্টিনা 🇦🇷
সাংবাদিকঃ ছোটোবেলায় আপনার কি হবার ইচ্ছা ছিলো,,,??
রিতুপর্ণাঃ প্রাইমারি স্কুলের শিক্ষিকা অথবা নার্স
সাংবাদিকঃ আপনার হাসি এবং চুল সম্পর্কে কি বলবেন,,?
রিতুপর্ণাঃ আমি চুলে বেনি করি,প্রত্যেকটা প্লেয়ারই একটা স্টাইল থাকে, আমার ভক্তদের আনন্দ দিতেই আমি এমন হাসি আর চুলে বেনি করি
সাংবাদিকঃ আপনি যে গ্রাম এ জন্মগ্রহণ করছেন,, সে গ্রাম এর মানুষদের জন্য কি করতে চান,,??
রিতুপর্ণাঃ আমার গ্রামে যাতায়াত ব্যবস্থা ভালো না আমি আমার গ্রামের যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে চাই