অসমাপ্ত স্বপ্ন

0
985

মেয়েটির নাম “মৌ” বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে।
কখন ও তার সাথে সেভাবে কথা বলা হয়ে ওঠেনি।
তাদের বাড়ির কাছে আমার আত্মীয় থাকার সুবাদে মাঝে মাঝে দেখা হতো।তবে ওইযে বললাম কখনও কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। তার সাথে দেখা হলেই খুব মিষ্টি করে একটা হাসি দিতো।
তখন সবে মাত্র চৌদ্দ পেরিয়ে পনেরতে পা দেওয়া আমি।তাকে কেন জানি খুব ভালো লাগতো।এ ভাবে বেশ কিছু দিন কেটে গেলো, সে সবে মাত্র মাধ্যমিকে উঠেছে, আর আমি অষ্টম শ্রেণিতে।স্কুলে প্রতিদিন যখন অ্যাসেম্বলি হতো লাইনে তার সোজা দাড়ানোটা কিছুদিনের মধ্যে অভ্যাসে পরিণত হয়েছে। তার দিকে একচোখে তাকিয়ে থাকা যেনো নিত্যকার ঘটনা।
হঠাৎ একদিন অ্যাসেম্বলি শেষে দাড়িয়ে মুচকি হেসে আমায় বললো এভাবে তাকিয়ে থাকেন কেন আমার দিকে?
আমার বুঝি লজ্জা করে না?
তাই বলে একদৌড়ে ক্লাসে চলে গেলো।
হঠাৎ একদিন লক্ষ্য করলাম “মৌ” অনুপস্থিত এভাবে একে একে সপ্তাহ ঘুরে গেলো। কেন জানি তাকে একবার খুব দেখতে ইচ্ছা হচ্ছিলো। তার পরদিন শুনলাম সে স্কুলে এসেছে।
আমি দৌড়ে গেলাম স্কুলের গেটে।তার সাথে দেখা হলো সে যেন আমায় কি বলবে ঠিক…..

এরই মাঝে হঠাৎ করে আম্মুর ডাক, বললো দ্রুত ঘুম থেকে ওঠ তোর পড়াতে যাবার সময় হয়েছে।
এভাবে অসমাপ্ত রয়ে যায় আমার আরও একটি স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here