20.9 C
New York
Sunday, June 11, 2023

নিখুঁত নিন্দুক

হিমেল মাহমুদ

নগদে নিন্দা নিলাম,

ভালোবাসি ভেবেই ভুলিলাম।

কাঁপা-কাঁপা কান্না কন্ঠে,

সেদিনের স্মৃতিগুলো সুধালাম।

প্রতিটা পদেই পাপের প্রাসাদ,

বুঝেছি’তো বন্ধু  বোকা বলেই বাদ;

আমার’তো আকাশচুম্বী আহ্লাদ,

খবরে খবরে খুঁজছো খাদ।

প্রতি’টা প্রান্তেই পন্ডিত’দের পথ,

মনে মনেই মুছি মতামত।

আমি’তো আজও আপদ,

নিন্দুকেরাই’তো নিজের নয়নে নিখুঁত।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttp://www.protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট