Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeসাহিত্যকবিতামেঘবৃষ্টি

মেঘবৃষ্টি

তমালিকা দত্ত

ঝর ঝর করে বৃষ্টি ঝড়ছে

একপাল মেঘ জানান দিয়ে যাচ্ছে, 

আজ আর রোদ উঠবে না।

পৃথিবীটা ঢাকা পড়েছে মেঘের ছায়ায়

বাতাসের মাদল তালে দোলনচাঁপা দুলছে। 

 কালো পিচের রাস্তাটা আরো কালো  হয়ে 

নিঝুম নিবিড় ছায়া জড়াচ্ছে। 

ঘাসেরা মাটির বুকে মাথা ঠেকিয়ে 

কাদা মাটির আঁকি বুকি খেলছে। 

এক ঝাঁক বক উড়ে চলেছে 

মেঘের ছায়াও বেড়ে চলেছে। 

আমার ভোরের সূর্য টা অস্ত যাচ্ছে 

বনিবনা না হওয়া মেঘবৃষ্টিতে।

বাঁধন হারা উওরের মেঘ রাজি

প্রহর গুনছি তুমি আসবে,

আমার  খোলা জানালায় মেঘবৃষ্টিতে।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments