তমালিকা দত্ত
ঝর ঝর করে বৃষ্টি ঝড়ছে
একপাল মেঘ জানান দিয়ে যাচ্ছে,
আজ আর রোদ উঠবে না।
পৃথিবীটা ঢাকা পড়েছে মেঘের ছায়ায়
বাতাসের মাদল তালে দোলনচাঁপা দুলছে।
কালো পিচের রাস্তাটা আরো কালো হয়ে
নিঝুম নিবিড় ছায়া জড়াচ্ছে।
ঘাসেরা মাটির বুকে মাথা ঠেকিয়ে
কাদা মাটির আঁকি বুকি খেলছে।
এক ঝাঁক বক উড়ে চলেছে
মেঘের ছায়াও বেড়ে চলেছে।
আমার ভোরের সূর্য টা অস্ত যাচ্ছে
বনিবনা না হওয়া মেঘবৃষ্টিতে।
বাঁধন হারা উওরের মেঘ রাজি
প্রহর গুনছি তুমি আসবে,
আমার খোলা জানালায় মেঘবৃষ্টিতে।
Facebook Comments Box