তমালিকা দত্ত
ঘুঘুর মতো পথ ধরে হাঁটবো
আবার কখনও যদি ফিরে
আসি এই পথে।
কচুরিপানার মতো ভেসে বেড়াবো
আবার কখনও যদি ফিরে
আসি এই নদীর বুকে।
শালিকের মতো উড়বো
ধান ক্ষেতে খেলবো ঘাসের ডগায়
যদি ফিরি এই মাঠে।
ভাদ্রের শেষ বিকালে বর্ষা হবো
ঝড়ে পড়বো টিনের চালে
যদি ফিরে আসি এই
মেঘের দেশে।
দোয়েল এর মতো শিস দিবো
নাচবো ঘাসফড়িং এর সাথে
মাখবো সকালের সোনা রোদ
আবার যদি ফিরি এই
গহিন সবুজ অরণ্যে।
Facebook Comments Box