9.8 C
New York
Saturday, April 27, 2024
spot_img

জীবন ব্যথা

সিয়াম রাফিন

উত্তমে উত্তমে আজ অধম হইয়াছি
নিজেকে যেন মাটিতেই পাইয়াছি
যেথাই যাই সেথায় ছ্যাছড়াটিই খাই
একুলেতে ঘুরি আবার ওকুলেতেই যাই
বগলেতে জীবন বৃত্তান্ত চাপাই
ঠাই নাই ঠাই নাই জীবনেতে কুল নাই
দীর্ঘ বেদনা তবু অঙ্গেতে ছাপ নাই
তবুও কেন সব মানবে আমায় সুধায়
মোর নাকি বাচিবার অধিকার ই নাই?

আইএ বিএ তে ছিলাম বোধহয় শীর্ষে পাচঁ
গুরুজন কহিলেন, বুকে হাত দিয়া
উজ্জ্বলতায় ভরা নাকি মোর জীবনের সাচ
সাচ হয়ত যাই ভাংগিয়া হইয়াছেও তাই
দীর্ঘ দশটি বছর খাটিয়াও যোগ্য স্থান নাহি পাই
ঘুরিতে ঘুরিতে চিনিয়াছি মানুষ, চিনিয়াছি বহু পথ
তবুও যেন এই ধরণীতে মোর ঠাই নাই ঠাই নাই।

ঘুরিতে ঘুরিতে একটি দিনে বাবুসাব হেসে বললেন
কিরে ব্যাটা কে ওখানে পাছে পাছে হাটিতেছে
এইত সেই, সেই গুরুজন যিনি
উজ্জ্বল করিয়াছিলেন মোর জীবন
সম্মানের সাথে তাকে জানালাম সম্ভাষণ
কিরে বাপু, রফিক্কাও না তুমি?
বেশভূষায় চাহিলাম ঠাওর নাহি পাহিলাম!
অপমান আর সহিতে নাহ পারিলাম
উত্তর খানি দিলুম এবার মুখ তুলিয়া
মাইনে যদি হয় হাজারে দশ
পড়নে কি শোভা পায় মোর দামী বসন-গজ?

এই কালেতে দশ হাজারে জীবন কি চলে?
শুধু সবজি কিনতেই সব টাকাই যায় জলে।

না বাড়াইয়ে কথা ফিরিয়া আসিলাম বাসা
অন্তরে চাপা ব্যাথা যেন তীব্র হইয়া উঠিল
সঙ্গিনীর সহিত বিহা খানও নাহি টিকিল
চাকুরিখানাও নাহি ঠিক ঠাক করিয়া জুটিল
গুরুজনের নীতিকথার সে জীবন সাচ
ভাঙ্গিয়া স্বয়ং ফেলনা কাগজেই মুড়িলো।
আর বুঝি পথ নাই বাচিবার দিশ নাই
সব ভাবিয়া ভাবিয়া বেশ তীব্র হইল ব্যাথা
নিঃশ্বাসে টান বাড়িল কষ্ট চোখে আপছা আলোয়
অন্তরে ডাক উঠিল,
এই বুঝি, এই বুঝি, বন্ধ হইবে মোর জীবনের সব কথা
অবশেষে দেহখানা মাটিতে লুটাইয়াই পড়িল।।।

সিয়াম রাফিন
ঠিকানাঃ বলিয়ারপুর , সাভার ,ঢাকা

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট