ইমরান খান রাজ
হৃৎপিণ্ডে অঝোরে ঝরছে রক্ত
ঝর্না আমার আঙুলে
রক্তের প্রবাহ বইছে শরীর ও মনঃজগতে।
বিষাদ নয়, নয় কোন অন্তর কোন্দল
মানসিক চাপ কিংবা প্রেমের মৃত্যু ঘটেনি
তবু কেন আজ বইছে রক্তের ঝর্না?
কোন এক মহাজাগতিক স্রোতে
অলৌকিক শক্তিতে ঘণ্টার পর ঘন্টা
আঙুল বেয়ে, মস্তিষ্ক বেয়ে, হৃদপিণ্ডে-
বইছে আজ রক্তের ঝর্না।
Facebook Comments Box