নুশরাত রুমু
ঈর্ষার পাত্র হয়ে মহানন্দে বেঁচে থাকার
অদম্য ইচ্ছে জাগে কখনো,
আয়ুর সীমানা নিয়ে নির্জলা মিথ্যায়
ভরপুর রাশিচক্রের পূর্বাভাসে..
সূর্যকেন্দ্রিক জীবনের বিচিত্র রসায়নে
কাটবে মোহনিয়া বিকেলগুলো।
অমোঘ দুঃখ ভুলে প্রেমের আচ্ছাদনে
ভালোত্বের রচয়িতা হতে চাই ,
যৌবন জলতরঙ্গে হবো না কারো চক্ষুশূল!
স্বপ্ন সম্বল করে হৃদয়াবেগের
দাস হবো সংযমী সময়ের ভিড়ে,
আর নীরব ছায়াসঙ্গী হয়ে
নিঃশব্দে হারিয়ে যাব
অনন্ত রহস্যের হাতছানিতে..
Facebook Comments Box