এম আর মাহফুজ
হামরা যখন ছোট্ট আচনো
আছিল মেলা বুদ্ধি।
বাঁশের খাটি,কাগজ দিয়া
বানাচনো যে গুড্ডি।
লম্বা একান নেঙ্গুর নাগে
মাজত দিচি সুতা।
উড়বার সময় গুড্ডি খ্যান
য্যাটে স্যাটে,দেয় ঘুতা।
সুতা ছিড়ি গুড্ডি খ্যানবা
কোনটে গেলো উড়ি।
পরে দ্যাঁকো টোটার সুতা
তাইয়ো গেইছে ফুড়ি।
গুড্ডি খ্যান তো উড়াইয়ে না
কী জানি! কী খাইল।
সাপের মতন ঢুলাঢুলি
গুড্ডি খাইচে ডাইল।
Facebook Comments Box