Friday, September 20, 2024
spot_imgspot_img

শেষ চিঠি

"শেষ চিঠি" - শর্মিলা বহ্নি

-শর্মিলা বহ্নি

বিচ্ছেদের এই ত্রিশ বছর পর,
আজ তোমার স্মৃতি মনে আমার
ধরেছে ভীষণ জ্বর।

আজ ত্রিশ বছর পর,
পড়লো মনে তোমায় ভীষণ,
আমায় লাগছে যাযাবর !!

আজ লিখতে বসেছি তোমায়
আজ কাঁদছে আমার মন,
ত্রিশটি বছর কেমন করে
কোথায় আমার কেটেছে প্রতিক্ষণ?

ত্রিশ বছর আগে হারিয়েছিলাম আমি,
শূন্যতা আজ পূর্ণতা পেলো জানেন অন্তর্যামি
আমারো ছিলো সোনালি দিন,
রং-বে রঙের স্বপ্ন নীল।

ত্রিশ বছরে একটিবারও নাওনি তুমি খোঁজ,
জানতে কি চাও-
তোমায় আমি ভেবেছি কিনা রোজ?

আজ ত্রিশ বছর পর-
তোমার স্মৃতি খুঁজতে গিয়ে
নামছে চোখে জল।

অনেকটা পথ পেরিয়ে-
আমার সময়ও এসেছে ঘনিয়ে
চুলের রং, গায়ের রং সবকিছু আজ হারিয়ে
তোমায় আমি আজ লিখতে বসেছি,
মনের ক্ষত সারিয়ে।

ছত্রিশ বছর আগে তুমি এসেছিলে
এই বাড়ি বধু সজ্জায়,
পাড়া মহল্লার যত লোক এসেছিলো
তুমি নুইয়ে ছিলে লজ্জায়।

ছয়টা বছর পার না হতেই বিদায় নিলে তুমি,
রেখে গেলে আমার কোলে তোমার ছোট্ট রুমি।

চলে গেছো অনেক দিন,
জমে আছে অনেক ঋণ
তারই হিসাব করতে আমার
লিখতে বসা এইদিন।

স্বপ্নগুলো ধুয়ে মুছে বিদায় নিলে তুমি
তোমার কাছে যাবো বলে গুনছি দিন আমি।
বহুদিন ফুল দিয়ে সাজাইনা তোমার খোপা
আজকে না হয় একটি বার ফিরে এসো রূপা।

সান্ত্বনাও যন্ত্রণা দেই, পাগল বলে লোকে
দ্বিতীয় বিবাহ করতে আমায় ধরেছে কোন শোকে?

অন্য নারীর হাত ধরলে কষ্ট পাবে তুমি,
হারিয়ে যাবে সব স্মৃতি, বাঁধবো নতুন আশা।
হারিয়ে যাবে ভালোবাসার আমার প্রিয় রূপা।

বইগুলোতে ধুলো জমেছে,
আলমারিটা হেলে পড়েছে,
দেয়ালের রং চটেছে,
তোমার শূন্যতা আজ আমায় গ্রাস করেছে।

খুব ইচ্ছে হলো জানাবো তোমায়
সুখের স্মৃতিও অযত্নে হারায়।

শুনবে তুমি? রুমির একটা মেয়ে হয়েছে,
তোমার মতোই দেখতে।
নাম রেখেছি তোমার নামেই
আমার কাছেই রাখতে।

আর কখনো লিখবোনা তোমায়
বলবোনা ফিরে আসতে।
পারবোনা আর দেখতে তোমায়,
বলবোনা ভালোবাসতে।

ভালো থেকো দূর আকাশে,কেমন আছো বলবে?
পড়ে যদি আমায় মনে,তারা হয়ে জ্বলবে।

চলে গেছো কত দূরে,হারিয়ে গেছে সব স্মৃতি।
তোমার কাছে লেখা আমার
এটাই ছিলো শেষ চিঠি।

Facebook Comments Box
Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments