শর্মিলা বহ্নি
এবার মেঘেদের সাথে পাড়ি জমাবো দূরদেশে,
সাদা সাদা মেঘে ভেসে বেড়াবো
এবার অন্যরূপে রোদের শেষে।
এবার কার্তিকের কুয়াশার সাথে
মিশে যাবো শিশির হয়ে।
ঘাসের ডগায়, সাদা শিউলি ফুলের
গায়ে পড়বো নুয়ে।
এবার উড়বো চিলেদের ডানায়
হারিয়ে কোন অজানায়।
উড়ন্ত মন এবার মেলবে পাখম ডানা,
শুকপাখি হয়ে উড়ে,
ছুঁয়ে দিবো আকাশের সীমানা।
এবার একটা শেষ বিকেলের
সূর্য হবো, একটা সন্ধ্যা নামাবো।
গোধূলি বেলায় এক রাখালের সঙ্গী হবো,
সঙ্গী বেশে ভিন্ন দেশে পথ হারাবো।
এক সকালে ঠান্ডা হাওয়ায়
হাসনাহেনার সুবাস হবো।
এক নিশিতে জোনাক দলে,
আলো জ্বেলে রাত কাটাবো।
এবার শীতের সকালে
সোনালী রঙের এক চিলতে রোদ হবো,
ঢেউ তোলা এক উত্তাল নদী হবো।
কখনো অতিথি পাখি হয়ে,
হয়তো কোথাও লুকিয়ে যাবো।
✍️ শর্মিলা বহ্নি
১১/১২/২০২৩