মনির জামান
সময় বয়ে চলে কেটে যায় দিন
চাওয়া পাওয়া যত ছিলো হয়ে যাচ্ছে ক্ষীণ।
যে বাহনে চড়ে আজ আমি জীবন যাত্রী
চাঁদ তারা আলোহীন অমাবশ্যা রাত্রি।
এই ঘরে টিপটিপ জ্বলতো যে বাতি
সেটাকেও নিভিয়ে দেয় পথিকের সাথী।
সবার কাছে অপরাধী এটাই যেন পাওয়ার
আর কোন জায়গা নেই সুখ খুজতে যাওয়ার।
ধুকে ধুকে গুনে যায় প্রয়াতের দিন
কারও কাছে সুখ পাবো সে আশাও ক্ষীণ।
Facebook Comments Box