সবুজ টিয়াপাখি

0
244

শাকেরা বেগম শিমু


আমার একটি ছোট্ট সবুজ পাখি,
ঠোঁট বাঁকিয়ে করতো ডাকাডাকি।
সুরের তালে তালে সে যে গাইতো গান,
তার সুরেতে আসতো মনে খুশির বান।

তাকে আমি আদর করে ডাকি,
তুই যে আমার সবুজ টিয়াপাখি।
সবুজ ডানামেলে সে যে উড়ে চলে,
মিষ্টি হাওয়ায় মধুর মধুর কথা বলে।

সে তো আমার সুরের পাখি,
সুরেই আমি তাকে ডাকি।
ওরে আমার সবুজ পাখি আয়রে কাছে আয়,
টোপর দেবো মাথায় পুতির নূপুর দেবো পায়।

সবুজ চুলে দেবো গেঁথে বকুল ফুলের মালা,
পাতায় পাতায় নাচবে রে তুই মন করে উজালা।
দেখবো আমি টিয়ার নাচন ডালের ফাঁকে ফাঁকে,
পাতার সাথে রং মিলিয়ে লুকিয়ে যে সে থাকে।

থাকিস কেন লুকিয়ে ওরে আয়রে কাছে পাখি,
দেখবো রে তোর মায়াবী ঐ কৃষ্ণ দুটি আঁখি।
আদর দেবো, সোহাগ দেবো, গভীর অনুরাগে,
তোরই মধুর কণ্ঠ শুনে ঘুম যে আমার জাগে।

কাজল কালো স্নিগ্ধ আঁখি,
উদাস মনে চেয়ে দেখি,
এই দুটি কি আঁখি না ঐ নীল আকাশের তারা,
সবুজ রূপের নেশায় আমার মন যে পাগলপারা।

সবুজ টিয়াপাখিরে তুই কোথায় থাকিস বল্,
তুই কি আমার জীবন নদীর উথলে ওঠা জল?

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleহাফেজ পুকুর
Next articleজীবনের নানা রঙ
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here