শাকেরা বেগম শিমু
আমার একটি ছোট্ট সবুজ পাখি,
ঠোঁট বাঁকিয়ে করতো ডাকাডাকি।
সুরের তালে তালে সে যে গাইতো গান,
তার সুরেতে আসতো মনে খুশির বান।
তাকে আমি আদর করে ডাকি,
তুই যে আমার সবুজ টিয়াপাখি।
সবুজ ডানামেলে সে যে উড়ে চলে,
মিষ্টি হাওয়ায় মধুর মধুর কথা বলে।
সে তো আমার সুরের পাখি,
সুরেই আমি তাকে ডাকি।
ওরে আমার সবুজ পাখি আয়রে কাছে আয়,
টোপর দেবো মাথায় পুতির নূপুর দেবো পায়।
সবুজ চুলে দেবো গেঁথে বকুল ফুলের মালা,
পাতায় পাতায় নাচবে রে তুই মন করে উজালা।
দেখবো আমি টিয়ার নাচন ডালের ফাঁকে ফাঁকে,
পাতার সাথে রং মিলিয়ে লুকিয়ে যে সে থাকে।
থাকিস কেন লুকিয়ে ওরে আয়রে কাছে পাখি,
দেখবো রে তোর মায়াবী ঐ কৃষ্ণ দুটি আঁখি।
আদর দেবো, সোহাগ দেবো, গভীর অনুরাগে,
তোরই মধুর কণ্ঠ শুনে ঘুম যে আমার জাগে।
কাজল কালো স্নিগ্ধ আঁখি,
উদাস মনে চেয়ে দেখি,
এই দুটি কি আঁখি না ঐ নীল আকাশের তারা,
সবুজ রূপের নেশায় আমার মন যে পাগলপারা।
সবুজ টিয়াপাখিরে তুই কোথায় থাকিস বল্,
তুই কি আমার জীবন নদীর উথলে ওঠা জল?