শাকেরা বেগম শিমু
কে করেছে অপরূপ এ ধরণী সৃষ্টি?
কে দিয়েছে নীলাকাশে নির্মল বৃষ্টি?
রাত-দিন, চাঁদ-রবি কে বানালো সব?
মহান খালিক তিনি আমাদের রব।
কে দিয়েছে সমুদ্র আর খাল-বিল?
শাপলা-পদ্মফোটা মনোরম ঝিল?
কার ইশারায় নদী বহমান রয়?
সৃষ্টিকর্তা তিনি প্রভূ দয়াময়।
কার ডাকে মেঘে মেঘে ঘর্ষণ হয়?
বাহারি পুষ্প ফোটে সৌরভময়?
কে করেন রকমারি ফল-মূল দান?
সবার মালিক তিনি আর-রহমান।
কে করেছে আঠারো’শ মাখলুক সৃষ্টি?
যেদিকে তাকাই সদা জুড়ায় যে দৃষ্টি।
কার দ্বারা পালিত এ মানুষ আর জ্বীন?
মহান অভিভাবক তিনি আল-মুহাইমিন।