দিলীপ কুমার পাত্র
গিরি থেকে জন্ম নিয়ে
চললে এঁকে বেঁকে
হাজার বাধা করে দুর
সাগরে গেলে ঢেকে।
জীবন পথের বাধাগুলো
করতে হবে দুর
তোমার মতো ছন্দে চলার
মেলাই তবে সুর।
দেখি বোসে কতজনই
তোমার দুই পাড়ে
জনজীবনে তোমার দান
আজও নজর কাড়ে।
আমাদেরও লাগতে হবে
তোমার মত কাজে ।
ভালো সমাজ গড়তে গেলে
এই ভুবনের মাঝে।