10.5 C
New York
Wednesday, April 24, 2024
spot_img

স্বাধীনতা 

হৃদয় চন্দ্র বর্মন 

একদিন সকাল বেলা বসে ছিলাম, 

তেঁতুল গাছের তলে। 

হঠাৎ যেন শব্দ হলো 

গাছের উঁচু ডালে।। 

চেয়ে দেখি একটি বাসা, 

দুইটি পাখির ছানা। 

মনের আনন্দে গাইছে গান 

কেউ করেনি মানা।। 

হিংস সাপের চোখে পড়ে, 

ছোবল মারার চেষ্টা করে। 

ছানার বাবা গেল তেরে 

লক্ষ্য জীবন নিলো কেড়ে।। 

কেড়ে নিতে চেয়ে ছিলো ওরা, 

আমাদের এই মাতৃভাষা।

ব্যর্থ  হয়ে ফিরে গেলো 

আমরা পেলাম স্বাধীনতা।।

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট