সাহিত্যকবিতা বোনপো By প্রতিধ্বনি - May 2, 2025 0 138 FacebookTwitterPinterestWhatsApp শাকেরা বেগম শিমু বোনপো যখন হাটে,হাজারপরী উড়ে বেড়ায়তেপান্তরের মাঠে। বোনপো যখন হাসে,হাস্নাহেনা বকুল ছড়ায়সুগন্ধ বাতাসে। বোনপো যখন খেলে,সুখের পাখি নী’লাকাশেরঙিন ডানা মেলে। বোনপো যখন কাঁদে,আনন্দ সব ঝরে গিয়েগ্রহন লাগে চাঁদে!